নিজস্ব সংবাদদাতাঃ এবার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টো ৫২ মিনিট নাগাদ কাঠমান্ডু থেকে ৫৩ কিলোমিটার পূর্বে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নিচে।
এহেন কম্পনের জেরে এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। অন্যদিকে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প বুধবার বিকেল ৩টা ০৭ মিনিটে কাঠমান্ডুতে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্ধুপালচক জেলার নেপাল-চীন সীমান্তে অবস্থিত। ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার, ডিপার্টমেন্ট অফ মাইনস অ্যান্ড জিওলজি অনুসারে, ভূমিকম্পের উপকেন্দ্রটি সীমান্তের চীনা অংশে খাসায় অবস্থিত।