নিজস্ব সংবাদদাতা:সাইক্লোন তৈরি হতে পারে অক্টোবরের ২৩ বা ২৪ তারিখ নাগাদ,আর সেটা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে৷ আইএমডি মঙ্গলবার এই সাইক্লোন আপডেট দিয়েছে৷ আইএমডি-র ভুবনেশ্বর শাখা থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে আর এটা উত্তর আন্দামান সাগরের দিকে সোমবার থেকে এগোতে শুরু করেছে৷ ২০১৮-র পর এই প্রথম অক্টোবর মাসে বঙ্গোপসাগরে কোনও সাইক্লোন তৈরি হল৷ যদি আদৌ এটা ঘণীভূত হয় তাহলেই সাইক্লোনে পরিণত হতে পারবে৷ যদি এই ঘূর্ণিঝড় অদৌ তৈরি হয় তাহলে থাইল্যান্ডের দেওয়া সিত্রাং নামটি পড়বে৷ যার উচ্চারণ (সি-তরাং) ৷ রিপোর্ট অনুযায়ী এটি থাইল্যান্ডের একটি পদবী৷ আইএমডি ২০২০তে ১৬৯ টি ঝড়ের নামের যে লিস্ট জারি করেছিল সেখানেই রয়েছে এই সিতরাং ঝড়ের নাম৷