পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বেলদা : একুশ দিনের মধ্যে একই ব্লকে দুটি পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুটি পঞ্চায়েত অফিসে চুরির গিয়েছে ল্যাপটপ ও হার্ডডিক্স।


 
একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি ঘটনায় চাঞ্চল্য। চোরেদের টার্গেট ল্যাপটপ এবং হার্ডডিক্স। বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের মান্না গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনা ঘটেছিল। আবারো গ্রাম পঞ্চায়েত অফিস চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো নারায়নগড়ের রানীসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রিল কেটে নিয়ে যাওয়া হয়েছে প্রায় পাঁচটি ল্যাপটপ এবং বেশ কিছু টাকা খোয়া গেছে। একাধিক আলমারির লক ভেঙে দেওয়া হয়েছে। আলমারি থেকে কি কি নথি নেয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।বেলদা মহকুমা পুলিশ আধিকারিক এবং বেলদা থানা পুলিশ ঘটনাস্থলে আসে গোটা বিষয়টি তদন্ত করে দেখে।গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, 'কে বা কারা চুরি করেছে জানা নেই।' ঘটনার পরেই গ্রাম পঞ্চায়েত অফিসে আসে বিজেপি কর্মীদের একাংশ।তারা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং দাবি তোলে এই চুরির ঘটনার সাথে প্রধান জড়িত রয়েছে এবং তথ্য লোপাট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিসে এই ধরনের চুরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।