নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের আজমির জেলায় পুষ্কর মেলা বিখ্যাত। হাজার হাজার পর্যটকের কাছে এটি অন্যতম আকর্ষণ। তবে লাম্পি রোগের জন্য এ বছর গবাদি পশুদের ছাড়াই হবে উৎসব।
পুষ্করের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুখরাম পিন্ডেল বলেন, "লাম্পি রোগের প্রাদুর্ভাবের কারণে এ বছর গবাদি পশু মেলা অনুষ্ঠিত হবে না। এ ছাড়া অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলার প্রস্তুতি পুরোদমে চলছে।" প্রসঙ্গত, রাজ্যের রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে পুষ্কর শহরে কার্তিক মাসে রঙিন এবং প্রাণবন্ত মেলার প্রধান আকর্ষণ হিসাবে গবাদি পশু কেনাবেচা হয়। মেলা অনুষ্ঠিত হবে ১-৭ নভেম্বর।