কালীপুজো ও দীপাবলিকে ঘিরে বাংলাদেশেও প্রস্তুতি তুঙ্গে

author-image
Harmeet
New Update
কালীপুজো ও দীপাবলিকে ঘিরে বাংলাদেশেও প্রস্তুতি তুঙ্গে

​হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপুজো ও দীপাবলিকে ঘিরে চলছে শেষ মূহূর্তে প্রস্তুতি। ঢাকায় বিভিন্ন মন্দির ও শ্মশানে কালীপূজার পাশাপাশি উদযাপিত হবে দীপাবলি উৎসব। ঢাকাসহ সারা বাংলাদেশে চলবে দীপাবলিতে আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলি। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় বাংলাদেশে উৎসব উদযাপন করা হবে।

 







আগামী ২৪ অক্টোবর সোমবার ঢাকা রামকৃষ্ণ মঠ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালী মন্দির, বনগ্রাম রোডের রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির, রায়েরবাজার শেরেবাংলা রোড কালী মন্দির, পোস্তাগোলা শ্মশান, লালবাগ শ্মশান, ঠাটারীবাজার, শাঁখারিবাজার, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামবাজার, কোতোয়ালি, নারিন্দা, যুগীনগর, নবাবপুর, রাজারবাগ, বাড্ডা, মতিঝিল, রমনা, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর এবং শ্যামপুরসহ বিভিন্ন স্থানে অনাড়ম্ভরভাবে উদযাপিত কালীপুজো অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে রবিবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের ঘরে, মন্দির প্রাঙ্গণ, ব্যবসা প্রতিষ্ঠান ও শ্মাশানে প্রদীপ প্রজ্বালন করা হবে। এছাড়াও উপ মহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসব বাংলাদেশের বরিশালে কাউনিয়া মহাশশ্মানে অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে ৫ একর ৪১ শতাংশ আয়তনের এ মহাশ্মশান আলোকিত হয়ে উঠবে। কালীপুজো ও দীপাবলিকে ঘিরে বাংলাদেশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক দীপাবলি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।