নিজস্ব সংবাদদাতা : কে হবেন কংগ্রেস প্রেসিডেন্ট তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। যদিও নাম জানা যাবে বিকেলেই। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।রাজ্য সদর থেকে ব্যালট বাক্সগুলি কংগ্রেস অফিসে গণনার জায়গায় পৌঁছেছে ইতিমধ্যেই।
মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট হবে বলেই মনে করছেন দলের একাংশ। তবে প্রতিটি পক্ষ থেকে পাঁচজন এজেন্ট গণনা তত্ত্বাবধান করবে এবং উভয় পক্ষের দু'জন এজেন্টকে রিজার্ভ রাখা হবে বলে জানা যাচ্ছে। বিকাল ৩-৪টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন। পার্টির সাংগঠনিক নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাড়ে ৯ হাজারেরও বেশি প্রতিনিধি তাদের ভোট দিয়েছেন।বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।