নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে পশ্চিমবঙ্গের মোমিনপুরে ৯ অক্টোবরের সংঘর্ষের ঘটনার তদন্তের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপি এই হিংসার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছিল। মোমিনপুর কলকাতার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ৯ ও ১০ অক্টোবর রাতে এখানে গোলমাল হয়। এ সময় অনেক গাড়ি পুড়ে যায়। কিছু বাড়ি ও দোকানের বাইরে জোর করে পতাকা লাগানোর পরে সংঘর্ষের ঘটনা আরও ছড়িয়ে পড়ে।