নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ব্রিসবেনের গাব্বাতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে আফগানিস্তানের হয়ে খেলতে নেমেছেন হাজরাতুল্লাহ জাজাই এবং রাহমানুল্লাহ গুরবাজ। প্রথম ওভারে বল করছেন শাহীন আফ্রিদি। শেষবার এই দুই দলকে একে ওপরের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল ২০২২ এশিয়া কাপে।