নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বিরুদ্ধে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই সিনিয়র কর্মীকে অপহরণের অভিযোগ করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা এনারজোয়াটমের তরফে এমন অভিযোগ করা হয়।এনারজোয়াটম জানিয়েছে, ওই দুই কর্মী হচ্ছেন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান ওলেহ কোস্টিউকভ এবং প্ল্যান্টের পরিচালকের সহকারী ওলেহ ওশেক। সোমবার তাদের আটক করা হয়। এনারজোয়াটমের বিবৃতিতে বলা হয়েছে, অপহৃত দুই কর্মীর বর্তমান অবস্থান বা অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।