নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে ভারত জাকাত মাঝি পরগানা মহল, ভারত মুন্ডা সমাজ, ভারত আদিবাসী ভূমিজ সমাজ ও পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যান সংগঠন সহ সর্বস্তরের আদিবাসী মানুষদের সহযোগিতায় এসটি হওয়ার নির্ধারিত বৈশিষ্ট্য না থাকা সত্বেও, অবৈধ ভাবে, অনৈতিক ভাবে ক্ষত্রিয় হিসাবে স্বীকৃত কুর্মি এবং কুড়মি (মাহাত) সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার সরাসরি প্রয়াসের বিরুদ্ধে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ-ডেপুটেশনের আগে মেদিনীপুর কলেজ ময়দান থেকে একটি মিছিল করা হয়।