নিজস্ব সংবাদদাতাঃ জুন মাসে মুক্তি পেয়েছিল সুপারহাইপড ওয়েব সিরিজ ‘রে’। চারটি পর্বের এই ওয়েব সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। পক্ষে-বিপক্ষে উড়ে এসেছিল নানা মন্তব্য। তবে আইএমডিবি’র রেটিংয়ের নিরিখে মোটের উপর সফল ওই সিরিজ। আসবে ‘রে’র দ্বিতীয় সিজন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কি প্রথম সিজনের মতো কিছু পর্বের পরিচালনার দায় বর্তাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের উপর? মুখ খুললেন পরিচালক।
প্রসঙ্গত, সত্যজিত রায়ের চারটি ছোট গল্প নিয়ে তৈরি হয়েছিল এই অ্যান্থলজির প্রথম সিরিজ। এর মধ্যে দুটি গল্প পরিচালনা করেছিলেন সৃজিত। এর মধ্যে রয়েছে ফরগেট মি নট ও বহুরুপিয়া। ফরগেট মি নটের গল্পটি সত্যজিত রায়ের বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম অবলম্বনে ও দ্বিতীয়টি বহুরূপী গল্প অবলম্বনে। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তাতে যুক্ত হয়েছিল আধুনিকতা, তা নিয়ে যদিও কাঁটাছেঁড়া চলেছিল বিস্তর। পরিচালকমহল জানিয়েছিলেন, রে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য, তাঁর গল্পের অনুকরণ নয়। সূত্রের খবর, প্রথম সিজনে চারটি গল্প নিয়ে কাজ হলেও নেটফ্লিক্সের তরফে কেনা রয়েছে সত্যজিৎ রায়ের ১২টি গল্পের স্বত্ব। সুতরাং রে-২ যে আসছে তা একপ্রকার নিশ্চিত। কিন্তু প্রশ্ন হল রে’র পরিচালকদের উপরেই কি বর্তাবে রে-২’র পরিচালনার দায়ভার?