করোনার মধ্যেই জিকার হানা, বাড়ছে আতঙ্ক

author-image
Harmeet
New Update
করোনার মধ্যেই জিকার হানা, বাড়ছে আতঙ্ক

​নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন আগেই কেরলে জ়িকা ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল। এ বার মহারাষ্ট্রের পুনেতে আক্রান্ত হলেন এক মহিলা। জানা গিয়েছে, পুনের ওই মহিলার শরীরে ধরা পড়েছে চিকুনগুনিয়াও। তবে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, আপাতত সুস্থই আছেন ওই মহিলা। তাঁর পরিবারেও কারও শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। স্বাস্থ্য দফতরের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জুলাইয়ের প্রথম দিকে পুরন্দর তেহসিলের বেলসার গ্রামে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হন। পাঁচজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। এর মধ্যে তিনজনের শরীরে চিকুনগুনিয়া ধরা পড়ে। পরে ২৭ থেকে ২৯ জুলাই বেলসারে যান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির একটি টিম। সেই সময় ৪১ জনের রক্ত পরীক্ষা করে দেখা যায়, ২৫ জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত।