নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলি ও ধনতেরাসের মত উৎসবের মাঝেই গ্রাহকদের বড়সড় ঝটকা লাগতে চলেছে ৷ দেশীয় কৃষকদের ভালর জন্য আমদানি শুল্ক বৃদ্ধির বিষয়ে ভাবনা চিন্তা করে বাড়তে পারে ভোজ্যতেলের দাম ৷
সাম্প্রতিক সময়ে গ্রাহকদের বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার ভোজ্য তেলের ইম্পোর্ট ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল । এতে কৃষকেরা উপযুক্ত ন্যায্য মূল পাচ্ছিলেন না ৷ এই কারণেই কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ফের তেলের আমদানি শুল্ক বৃদ্ধি হতে পারে।