নিজস্ব সংবাদদাতা: শুরু হয়েছে চলতি টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্ব। ইতিমধ্যে হয়েছে একাধিক উল্লেখযোগ্য ঘটনা। মঙ্গলবারের ম্যাচেও তার ব্যতিক্রম ঘটল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে হল টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক। সংযুক্ত আরবের ক্রিকেটার কার্তিক মায়াপন্ন নিলেন পরপর তিনটি উইকেট। তাঁর করা বলে আউট হয়ে ফিরেছেন শ্রীলঙ্কার পিবিবি রাজাপক্ষ, আশালানকা এবং শানাকা। ২০ ওভারে ১৫২ রান করেছে শ্রীলঙ্কা।