মাটির প্রদীপকে টক্কর দিচ্ছে হরেক রকম মোমবাতি

author-image
Harmeet
New Update
মাটির প্রদীপকে টক্কর দিচ্ছে হরেক রকম মোমবাতি



সুমিত ঘোষ, মালদা:
মাটির প্রদীপকে টক্কর মোমবাতির। মালদা শহরের হায়দারপুর সহ বেশ কয়েকটি কারখানায় জোড় কদমে চলছে দীপাবলি উৎসব উপলক্ষে মোমবাতি তৈরির কাজ। কালারিং মোমবাতি, ঘটের মোমবাতি, বাটি মোমবাতি নানা ধরনের মোমবাতি তৈরি হচ্ছে কারখানায়। মালদা শহরের হায়দারপুর এবার প্রায় ১০ টন মোমের কাজ হচ্ছে। তারমধ্যে পাঁচ থেকে ছয় টন মোমের তৈরি মোমবাতি ইতিমধ্যে বাজারে চলে গেছে। এবছর চাহিদা রয়েছে প্রচুর। তবে গত বছরের তুলনায় এবছর দাম বেড়েছে দ্বিগুণ। হায়দারপুরের এই মোমবাতি তৈরির কারখানায় ১০ জন মহিলা কাজ করেন। ১২ ঘণ্টা করে কাজ করেন তারা। জানা গেছে এখনো প্রায় চার থেকে পাঁচ টন মোমের মোমবাতি তৈরি হবে। তাই জোর কদমে চলছে মোমবাতি তৈরির কাজ। দু'বছর করোনার জন্য এমনিতেই ব্যবসা-বাণিজ্য ভালো হয়নি। তাই এবছর ব্যবসা-বাণিজ্য ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।