সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

author-image
Harmeet
New Update
সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


নিজস্ব সংবাদদাতা: ব্যাঙ্ক ডিপোজিটের সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে। ১০ ​​কোটি টাকা এবং তার ওপরের টাকার জন্য ব্যাঙ্ক ডিপোজিটের সুদের হার ০.৩০ শতাংশ (৩০ বিপিএস) বাড়ানো হয়েছে৷

State Bank of India stocks: Buy State Bank of India, target price Rs 560:  Kotak Securities - The Economic Times

 তবে ১০ কোটি টাকার নিচের আমানতের সুদের হার অপরিবর্তিত থাকছে। ১০ কোটি টাকার নিচের আমানতের সুদের হার ২.৭০ শতাংশতেই রয়েছে।

Online SBI: Keep your money safe from fraudsters! Here is how to lock State  Bank of India internet banking access | Zee Business