নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে।
সম্ভাব্য নিম্নচাপ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী শনিবার (২২ অক্টোবর) সকালে মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।