নিজস্ব সংবাদদাতা: রিচার্লিসনকে কেন্দ্র করে জল্পনা চলছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে চোট পেয়েছেন। আশঙ্কা করা হচ্ছে যে তিনি হয়তো কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না। যদিও অ্যান্টোনিও কন্তে তেমন মনে করছেন না। তিনি বলেছেন, 'রিচার্লিসনের বিশ্বকাপের আশা এখনও শেষ হয়ে যায়নি। হ্যাঁ ওর চোট রয়েছে। তবে বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।'