নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপের মূল পর্ব। তার আগে নতুন অধিনায়ক নির্বাচন করল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের বদলে অধিনায়ক করা হল প্যাট কামিনসকে। গত মাসে অ্যারন ফিঞ্চ এক দিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন ফিঞ্চ। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।