নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। মাঠে বল গড়ানোর আগে উত্তেজনার পারদ বেড়ে চলেছে মাঠের বাইরে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পরামর্শ দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, "তোমার শট নির্বাচন যদি ঠিকঠাক হয় তা হলে কোনও সমস্যা নেই। পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করতে হবে। তা হলে দেখবে বাকি সব কিছু সহজ হয়ে যাবে।"