নিজস্ব সংবাদদাতাঃ ভোট পরবর্তী হিংসা মামলায় ফের একবার সরব হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, এবার এই মামলায় দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই।
বিধাননগর পুরসভার মেয়র পারিষাদকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের রহস্য মৃত্যুর তদন্তের স্বার্থে তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৩ মে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।