'ব্রাহ্মোস অ্যারোস্পেস একাই ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করতে সক্ষম'

author-image
Harmeet
New Update
'ব্রাহ্মোস অ্যারোস্পেস একাই ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করতে সক্ষম'


 নিজস্ব সংবাদদাতা: সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানিতে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জনের লক্ষ্যমাত্রা দিয়েছেন। আর এই লক্ষ্যমাত্রা ব্রাহ্মোস অ্যারোস্পেস একাই অর্জন করতে সক্ষম বলে জানালেন ব্রাহ্মোস অ্যারোস্পেসের চেয়ারম্যান অতুল ডি রানে। 


তিনি বলেন, "আমরা ফিলিপাইন থেকে আরও অর্ডার পাওয়ার আশা করছি। তাছাড়াও আমরা রপ্তানির জন্য ভিয়েতনাম, মালয়েশিয়া এবং অন্যান্য অনেক দেশের সঙ্গে কথা বলছি"।