old_সর্বশেষ খবর বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর কয়েকটি সহজ উপায় Harmeet 01 Aug 2021 03:41 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ বাড়িতে টিকটিকির উৎপাতে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে? এই তিনটি ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়ান। মরিচের স্প্রে- কালো গোলমরিচ গুঁড়ো করে সেটি জলে মিশিয়ে নিন। তারপর সেটি টিকটিকির ঘোরাফেরার জায়গায় স্প্রে করে দিন। পেঁয়াজ-রসুন- পেঁয়াজ-রসুনের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই ঘরে ছোট ছোট পাত্রে পেঁয়াজ-রসুন রেখে দিন। এর গন্ধে টিকটিকি পালাবে। ন্যাপথলিন- ন্যাপথলিনের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই যেখানে টিকটিকি ঘোরাফেরা করে, সেখানে ন্যাপথলিন রেখে দিন। দেখবেন টিকটিকি পালাবে Home remedy lizard lizards news Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন