মুদ্রাস্ফীতি-জলবায়ু সংকট: বিক্ষোভে উত্তাল প্যারিস

author-image
Harmeet
New Update
মুদ্রাস্ফীতি-জলবায়ু সংকট: বিক্ষোভে উত্তাল প্যারিস

নিজস্ব সংবাদদাতাঃ মুদ্রাস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের বিরোধিতায় লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক দেন বামপন্থী রাজনৈতিক দল ফ্রান্স আনবোড পার্টির প্রধান জিন লুক মেলন। তার ডাকে সাড়া দিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা। আয়োজকদের দাবি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও জলবায়ু পরিবর্তনে সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগে রবিবারের পদযাত্রায় এক লাখ ৪০ হাজার লোক অংশ নেন। তবে পুলিশ ধারণা করছিল, এদিনের আন্দোলনে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হতে পারে।