নিজস্ব সংবাদদাতাঃ ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানজুড়ে ‘বিশৃঙ্খলা উসকে দেওয়ার’ জন্য জো বাইডেনকে অভিযুক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্ট যিনি মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন। তাকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে গ্রেট শয়তান বলেছিলেন।’ রাইসি আরও বলেন, 'জণগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবিলা করতে হবে।'