নিজস্ব সংবাদদাতাঃ সোমবার (১৭ অক্টোবর) সিবিআই-এর ৯ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, বিস্ফোরক দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পক্ষ থেকে তাঁকে আম আদমি পার্টি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। এমনকি, দল বদল করলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে, এমন প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল। জেরা পর্বের পর, সংবাদমাধ্যমের সামনে সিসোদিয়া আরও দাবি করেছেন, এই মামলার গোটাটাই ভুয়ো। তাঁর মতে, দিল্লিতে বিজেপির ‘অপারেশন লোটাস’ সফল করতেই এই মদ কেলেঙ্কারি মামলার উত্থাপন করা হয়েছে। তবে, বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি এবং তাঁর দলের সদস্যরা মাথা নত করবেন না বলেই জানিয়েছেন আপ নেতা।
সিবিআই জানিয়েছে, প্রয়োজনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে ফের তলব করা হবে। তবে, মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে হবে না। এক সিবিআই আধিকারিক বলেছেন, “সিবিআই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দেওয়া উত্তরগুলোর মূল্যায়ন করবে এবং প্রয়োজনে তাঁকে পরে আবার তলব করা হবে। আগামীকাল হাজিরা দেওয়ার জন্য সিসোদিয়াকে কোনও সমন পাঠানো হয়নি।”