নিজস্ব সংবাদদাতাঃ টানা ৯ ঘণ্টা জেরার পর সিবিআই দফতর ছাড়লেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জোর জল্পনা ছিল, আজই হয়তো গ্রেফতার হবেন মণীশ সিসোদিয়া। এমন আশঙ্কা করেছিলেন মণীশ নিজেও। তবে তেমন কিছু হল না। ৯ ঘণ্টা জেরার পর সিবিআই দফতর ছেড়ে বেরিয়ে আসেন মণীশ। সূত্রের খবর, আবার তাঁকে তলব করা হয়েছে।
দিল্লি আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকাল ১১টায় তলব করা হয় মণীশ সিসোদিয়াকে। দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে সময় মত যান মণীশ।