নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার টেলিভিশনে সংবাদ প্রচারের সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে হাজির হওয়া সেই আলোচিত সাংবাদিক মেরিনা ওভিসইয়াননিকোভা দেশ ছেড়ে পালিয়েছেন। গর্ত মার্চে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এ সন্ধ্যার খবর প্রচারের সময় তিনি সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছিলেন। সেখানে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা এখানে মিথ্যা কথা বলছে’। এদিকে মেরিনা আজ বুধবার টেলিগ্রামে এক পোস্টে নিজেই দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমি নিজেকে নির্দোষ মনে করি। যেহেতু রাষ্ট্রই তার নিজস্ব আইন মেনে চলে না, তাই আমি চলতি বছরের ৩০ অক্টোবর থেকে আমার ওপর আরোপিত নিয়ন্ত্রণ মানব না এবং আমি এই বিষয় থেকে নিজেকে মুক্ত করছি।’ মেরিনার আইনজীবী দিমিত্রি জাখভাতভ জানান, আজ ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে মস্কোর একটি জেলা আদালতে তাঁর বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি কোথায়, তা জানাতে পারেনি। তবে দিমিত্রি জাখভাতভ বলেন, "মেরিনা যে বাড়িতে গৃহবন্দী ছিলেন, সেখান থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মেয়েকে নিয়ে দেশ ছাড়েন। এখন তাঁরা ইউরোপে। তাঁরা ভালো আছেন।"
গত জুলাইয়ের মাঝামাঝি ক্রেমলিনের কাছে পোস্টার হাতে বিক্ষোভ করেছিলেন মেরিনা। সেই পোস্টারে লেখা ছিল ‘পুতিন একজন খুনি। তাঁর সৈন্যরা ফ্যাসিস্ট’। এরপর আগস্টের শুরুর দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত আগস্টে তাঁকে দুই মাসের জন্য গৃহবন্দী করা হয়। ৯ অক্টোবর এ সাজার মেয়াদ শেষ হয়। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারত।