নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শাসক দলের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। প্রায় এক বছরেরও বেশি সময় জেলবন্দী ছিলেন তিনি। শেষ পর্যন্ত এদিন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে তাঁর জামিন মঞ্জুর হয়।
২০২১ সালের ২২ অগস্ট গ্রেফতার হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় পুরসভার বেশ কিছু স্কিমের টেন্ডারে বেনিয়ম হয়েছিল। প্রায় ১০ কোটি টাকার আর্থিক বেনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন তিনি।