New Update
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: সোমবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা এরিয়ার একটি বেসরকারি হলে অসংগঠিত ঠিকা শ্রমিকদের নিয়ে বৈঠক করল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জী। পাণ্ডবেশ্বর খনি এলাকায় রয়েছে ইসিএল তথা বহু বেসরকারি কারখানা।
সেখানে রয়েছেন অসংখ্য অসংগঠিত ঠিকা শ্রমিক। এদিনের এই সভায় ব্লক সভাপতি কিরিটি মুখার্জি অসংগঠিত ঠিকা শ্রমিকদের পক্ষে বলেন, পাণ্ডবেশ্বর এলাকায় বিভিন্ন সংস্থায় যে সকল অসংগঠিত টিকা শ্রমিক রয়েছেন। তারা নানানভাবে আজও অবহেলিত। তাদের নেই পরিচয় পত্র, নেই ইপিএফের ব্যবস্থা। নেই রবিবারে ছুটি নেই, এছাড়াও অসংগঠিত ঠিকা শ্রমিকদের জন্য নেই ব্যাংকে বেতন পাওয়ার ব্যবস্থা । সভায় অসংগঠিত ঠিকা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হল এ দিন।
tmc
kolkata
india
bengal
westbengal
Durgapur
meeting
news
workers
anmnews
pandabeshwar
bengalinews
latestnews
breakingnews
kolkatanews
importantnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate