নিজস্ব সংবাদদাতাঃ দল মাঠে নামছে। জ্বলে উঠছেন ফুটবলাররা। কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যাশা মতো খেলতে পারছে না দল। ইস্টবেঙ্গল এফসির কোচ স্টিফেন কনস্টানটাইন এর আগে একাধিকবার বলেছিলেন, স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে বাড়াতে হবে বোঝাপড়া। লাল হলুদ অনুশীলনেও দেখা গেল সেই ছবি। ফুটবলাররা নিজেদের মধ্যে মজেছেন খুনসুটিতে। এর মধ্য দিয়ে বোঝাপড়া বাড়ছে ফুটবলারদের মধ্যে।