বন্যামুক্ত ঘাটালে কালী প্রতিমা গড়ার প্রস্তুতি তুঙ্গে

author-image
Harmeet
New Update
বন্যামুক্ত ঘাটালে কালী প্রতিমা গড়ার প্রস্তুতি তুঙ্গে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বন্যামুক্ত ঘাটালে এই বছর দিপাবলীর ব্যাস্ততা চরমে। নাওয়া খাওয়া বাদ দিয়ে প্রতিমা তৈরির কাজে এখন রাত দিন ব্যাস্ত শিল্পীরা। প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, এবছর তাঁরা কালী প্রতিমার বরাত পেয়েছেন ভালোই, দীর্ঘ কয়েক বছর করোনাকাল ও ঘাটালের বন্যা পরিস্থিতি কাটিয়ে এই বছর অনেকটাই লাভের মুখ দেখতে চলেছেন মৃৎশিল্পীরা। গত বছর দফায় দফয় বন্যায় দিপাবলীর আনন্দ অনেকেটাই ক্ষীণ হয়েছিল ঘাটালবাসীর। চলতি বছর কোনো বন্যা হয়নি ঘাটালে। তাই ঘাটালবাসীর কাছে এবারের দিপাবলী আগের বছরের তুলনায় অনেকটাই আলোর রোসনাইয়ে ভরে উঠতে চলেছে, সেই প্রস্তুতিই এখন ঘাটালের কালী প্রতিমা তৈরির বিভিন্ন দোকানে ব্যস্ততা চরমে।