আধুনিক সামরিক বাহিনী গঠনের ঘোষণা শি জিনপিংয়ের, আসতে পারে সাময়িক সমস্যা

author-image
Harmeet
New Update
আধুনিক সামরিক বাহিনী গঠনের ঘোষণা শি জিনপিংয়ের, আসতে পারে সাময়িক সমস্যা



নিজস্ব সংবাদদাতা: রবিবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০ তম জাতীয় পার্টি কংগ্রেসের সূচনা করেছে। সেই সময় তিনি ঘোষণা করেন চীনের সামরিক বাহিনীকে সম্পূর্ণ অত্যাধুনিক করে তোলা হবে।

The People's Liberation Army is strong. But it has four weaknesses -  Hindustan Times
 তবে এরফলে প্রাথমিক পর্যায় চীনকে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকেই। চীনের সামরিক বাহিনী অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহারের অভিজ্ঞতা না থাকায় সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারে।

Chinese army gets most advanced vehicle-mounted howitzer amid India-China  border standoff in eastern Ladakh | World News | Zee News