নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তিন নম্বর বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় পূর্ণবয়স্ক একটি মহিলা হাতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রামপাঞ্চায়েত এর বিড়িবেড়িয়া জঙ্গল লাগোয়া রঘুনাথপুর এলাকার চাষের জমিতে পূর্ণবয়স্ক মহিলা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে স্থানীয় বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর এর আধিকারিকরা। তবে কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
বনদফতরের পক্ষ থেকে মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে, তারপর কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গেছে। তবে হাতির মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জঙ্গলমহলে হাতির তাণ্ডবে ফসল ঘরবাড়ির ক্ষতি হয় এবং প্রাণ হানির ঘটনা ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতি ঠাকুরকে দেবতা হিসেবে পূজা করে। তাই ওই হাতির মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে নয়াগ্রাম ব্লকের বিড়িবেড়িয়া জঙ্গল সংলগ্ন রঘুনাথপুর এলাকায়। তেমনি ঘটনাস্থলে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হেনস্থার শিকার হতে হয় খড়গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম এর কাছে। কি কারনে হাতির মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বারবার রেগে যান কার্যত তিনি মুখে কুলুপ এঁটেছেন। শুধু তিনি জানান, মৃত হাতি টিকে চাঁদাবিলা এলাকায় নিয়ে যাওয়া হবে।