নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনীয় অবকাঠামো মন্ত্রী বলেন, আগামী মাসে শস্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভঙ্গুর কৃষ্ণ সাগর শস্য চুক্তি ২২ নভেম্বর পরে অব্যাহত থাকবে। ইস্তাম্বুলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারার সঙ্গে এক বৈঠকে কুবরাকভ এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার কর্মকর্তারা এ সপ্তাহে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করার পর তারা এ সিদ্ধান্ত নেন। কুবরাকভ বলেন, "উদ্যোগের অংশগ্রহণকারী দলগুলো - জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন - কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি প্রকাশ করেছে এবং এর সফল বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিয়েছে। এতে কোন সন্দেহ নেই যে শস্য করিডোরটি ২২ শে নভেম্বরের পরেও কাজ চালিয়ে যাবে।"