ইরানে সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বেড়েছে

author-image
Harmeet
New Update
ইরানে সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বেড়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের ‘নীতি পুলিশ’–এর হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলমান বিক্ষোভ চার সপ্তাহে গড়িয়েছে। সেই বিক্ষোভ দমনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরানের সরকার। বিক্ষোভকারীদের হত্যা ও গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে দেশটির সাংবাদিক ও অধিকারকর্মীদের ধরপাকড়ের ঘটনা ও দমন–পীড়ন বাড়ারও প্রমাণ পাওয়া যাচ্ছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা বৈশ্বিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৪০ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এদিকে ইরানের স্থানীয় মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের হিসাবে, বিক্ষোভে ২৩ শিশু সহ ২০১ জন নিহত হয়েছেন। গত ২২ সেপ্টেম্বর নীলুফার হামেদি নামে ইরানের একজন সাংবাদিক অনলাইনে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, যেদিন নীতি পুলিশের হেফাজতে মাসার মৃত্যু হয়, সেদিন তেহরানে এক হাসপাতালে মাসা আমিনির মা–বাবা একে অপরকে জড়িয়ে কাঁদছেন। ওই ছবি পোস্ট করায় নীলুফারকে গ্রেপ্তার করা হয়েছে।