নিজস্ব সংবাদদাতাঃ পরিবারের সঙ্গে বেড়াতে বেরিয়ে নদীতে পড়ে গেল দুই শিশু। একজনের বয়স ৬ বছর, অন্যজনের বয়স ৮। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলি নদীতে তলিয়ে যায় দুই শিশু কন্যা। একজনের নাম সিদরা তহসিন, অন্যজন আসিফা নাজরিন। এদিন কলকাতা থেকে একটি পরিবার ডায়মন্ড হারবার বেড়াতে আসে। দুই শিশু মিলিয়ে মোট ১০ জন ছিল। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থেকে ভেসেলে চেপে পূর্ব মেদিনীপুরে যায় পরিবারটি। বিকেল নাগাদ আবার ভেসেলে চেপে ডায়মন্ড হারবার জেটিঘাটে ফিরছিল তারা। জেটিঘাটে নামার মুখে দুর্ঘটনাটি ঘটে। দুই শিশু কন্যা পা পিছলে নদীতে পড়ে যায়। সেইসময় নদীতে জোয়ার ছিল। জলের তোড় বেশি থাকায় মুহূর্তে তলিয়ে যায় তারা। স্থানীয় ফেরি সার্ভিস ও ডায়মন্ড হারবার পুরসভার কর্মীরাও লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু অন্ধকার থাকায় তল্লাশি চালাতে অসুবিধা হয়। ইতিমধ্য়েই ডায়মন্ড হারবার থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা মোতায়েন রয়েছে ঘাটে।