প্রবল বৃষ্টিতে খনি অঞ্চল খাস কাজড়ায় বিশাল ধস, আতঙ্ক এলাকায়

author-image
New Update
প্রবল বৃষ্টিতে খনি অঞ্চল খাস কাজড়ায় বিশাল ধস, আতঙ্ক এলাকায়

হরি ঘোষ, অন্ডাল: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু দিনের নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টির ভয়াবহতা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টির কারণে মানুষ নাজেহাল। প্রবল বৃষ্টিপাত হলে খনি অঞ্চলে ধসের আতঙ্ক থেকেই যায়। তার প্রমাণ ফের মিলল অন্ডাল থানার খাস কাজড়া এলাকায়।
ইসিএলের ১০ নম্বর কোলিয়ারির নিকট বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে বিশাল ধসের। শুক্রবার রাতে এই ধসের ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। শনিবার সকালে ইসিএলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধসের পর কোনো রকম দুর্ঘটনা এড়াতে ইসিএল আধিকারিকরা ঘটনাস্থল ফেন্সিং দিয়ে ঘিরে রেখেছেন। স্থানীয় বাসিন্দা রাজেন দাস জানান, একেবারে জনবসতির সামনেই এভাবে ধস নামার ঘটনায় আতঙ্কিত তাঁরা। যেকোনো সময় মাটির তলায় জনবসতি এলাকাও তলিয়ে যেতে পারে বলেন আতঙ্ক এলাকায় । যদিও ইসিএলের তরফে খাস্তা জোড়া কোলিয়ারির জেনারেল ম্যানেজার এস দত্ত জানান, হঠাৎ করে প্রবল বৃষ্টির কারণে ফের ধস নামায় নতুন করে লাগানো হয়েছে ফেন্সিং, বসানো হয়েছে গার্ড। যাতে কোনো রকম দুর্ঘটনা আর না ঘটে।