ইউক্রেনে গত এক দিনে রুশ হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহতঃ ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তা

author-image
Harmeet
New Update
ইউক্রেনে গত এক দিনে রুশ হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহতঃ ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টাইমোশেঙ্কো এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রুশ হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তিনি বলেন, 'দোনেৎস্ক অঞ্চলে সাত জন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছে।' রবিবার দোনেৎস্ক অঞ্চলের পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রুশ সেনারা সাতটি বসতিতে হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।টিমোশেঙ্কো এক বিবৃতিতে বলেন, জাপোরিঝিয়া অঞ্চলে একজন নিহত এবং খারকিভ অঞ্চলে দুইজন নিহত ও তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়াও, ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ৬ জন আহত এবং খেরসন অঞ্চলে ২ জন আহত হয়েছে।