তার জয়ের গুরুত্ব জানালেন শশী থারুর

author-image
Harmeet
New Update
তার জয়ের গুরুত্ব জানালেন শশী থারুর




নিজস্ব সংবাদদাতা: সোমবার কংগ্রেসের সভাপতি নির্বাচন। তার আগে তার জয়ের প্রয়োজনীয়তার কারণ জানালেন সভাপতি প্রার্থী শশী থারুর। 

I am on this race till the finish: Shashi Tharoor on withdrawing from  Congress presidential poll | Mint

তিনি বলেন, "আমাদের দল গত কয়েক বছর ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমি অনুভব করেছি যে কিছু ঠিক হচ্ছে না। আমি বিশ্বাস করি যে কর্মীদের কথা শোনা দরকার। এই ভোট একটি উপযুক্ত সুযোগ। আমি কর্মীদের কথা শুনবো"।