নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার দুই

author-image
Harmeet
New Update
নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ নিষিদ্ধ শব্দবাজি সহ দুজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। শনিবার ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা লাল ব্রিজের কাছে একটি মারুতি ওমনি গাড়িকে দাঁড় করায় পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ছয় বস্তা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। পুলিশ ওই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে ওই শব্দবাজি নিয়ে আসার জন্য শেখ সম্রাট ও মুস্তাক খান নামে দুজনকে পুলিশ প্রথমে আটক করে, তারপরে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে বেআইনিভাবে নিষিদ্ধ শব্দ বাজি পাচার করার অভিযোগ এনে মামলা রুজু করেছে পুলিশ। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া এলাকায়। রবিবার ওই দুইজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত দুইজনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। মানিকপাড়া ফাঁড়ির পুলিশ কী কারণে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ওই দুই যুবক ঝাড়গ্রাম এলাকায় নিয়ে এসেছিল তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজিগুলি পুলিশের পক্ষ থেকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে মানিকপাড়া ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে জানানো হয়।