দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ "স্কলারদের মারার কসাইখানাতে পরিণত হয়েছে খড়গপুর আইআইটি", রবিবার খড়গপুর আইআইটি গেটে তৃণমূলের বিক্ষোভস্থলে যোগ দিয়ে একথা বললেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর, বিধায়ক অজিত মাইতি। রবিবার সকাল থেকে খড়গপুর আইআইটি গেটে কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজাল আহমেদ-এর মৃত্যুর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল-কংগ্রেস। আর সেই অবস্থান-বিক্ষোভে যোগ দিয়ে বিধায়ক অজিত মাইতি বলেন, "আইআইটি নিজেকে মঙ্গল গ্রহের জীব মনে করে। কখনো পুলিশকে সহযোগিতা করে না। গত ২০১৯-২০২০তে দুজন ছাত্র সুবর্ণরেখা নদীতে ডুবে মারা গিয়েছে। কিছুই করেনি আইআইটি কর্তৃপক্ষ। তাদের ফ্যামিলির জন্য কী করেছে আইআইটি কর্তৃপক্ষ? কিছু করেনি। এটা আইআইটি নয়, এটা কসাইখানায় পরিণত হয়েছে। মানব সম্পদ উন্নয়ন দপ্তরের এই আইআইটি স্কলারদের মারার একটি কসাইখানায় পরিণত হয়েছে।"
আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অজিত মাইতি
New Update