গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, পরিবারের তরফে লিখিত অভিযোগ

author-image
Harmeet
New Update
গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, পরিবারের তরফে লিখিত অভিযোগ
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘাটাল মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে মৃত শিশুর পরিবারের তরফ থেকে হাসপাতালে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রানিগঞ্জের বাসিন্দা বুলু আড়ির সাড়ে তিন বছরের মেয়ে আলো আড়ি শনিবার সকাল নাগাদ হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। আড়ি পরিবারের অভিযোগ, দুপুর থেকে আলো আড়িকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হলেও কোনও চিকিৎসক আলোকে দেখতে আসেননি। এমনকি কর্তব্যরত হাসপাতালের নার্সদের বাচ্চাকে স্যালাইন দেওয়ার কথা জানানো হলে রোগীর পরিবারের লোকেদের লাগিয়ে নেওয়ার কথা নার্সরা বলেছেন, এমনও অভিযোগ মৃত শিশুর পরিবারের।

ছোট্ট শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে একাধিকবার পরিবারের সাথে যোগাযোগ করলেও কোনও চিকিৎসক দেখতে যাননি আলোকে, অভিযোগ পরিবারের। তারপর সন্ধ্যা নাগাদ চিকিৎসকরা আলোকে দেখতে গিয়ে শিশুরটির পরিবারকে জানায় 'আলো নেই, আলো মারা গিয়েছে'। আর তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব আলোর পরিবারের সদস্যরা। সরকারি হাসপাতালে ভর্তি করেও চিকিৎসা না পেয়ে কেন আলোর মৃত্যু হল, এর দায়ভার কে নেবে, এই নিয়ে ঘাটাল হাসপাতালে সঠিক তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে আড়ি পরিবার। মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। খবর পেয়ে রাতেই তিনি মৃত শিশুর পরিবারের সাথে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এমনকি পুরো বিষয়টি তিনি ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দে'কে ফোনে জানিয়েছেন বলে বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি। রাজ্যসরকারের 'বেহাল স্বাস্থ্য ব্যবস্থা'র দিকে আঙুল তোলেন স্থানীয় বিজেপি বিধায়ক।

পরিবারের তরফে যে লিখিত অভিযোগ হাসপাতালে জমা দিয়েছে তা স্বীকার করে নেন হাসপাতালের সুপার সুব্রত দে। তবে চিকিৎসার গাফিলতির অভিযোগ মানতে নারাজ তিনি। হাসপাতালের চিকিৎসক বা নার্সরা যথাযথভাবেই পরিষেবা দিয়েছেন বলে তাঁর দাবি। রোগীর বেশ কিছু সমস্যা ছিল বলে জানান হাসপাতালের সুপার।