গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের সমালোচনা সীতারাম ইয়েচুরির

author-image
Harmeet
New Update
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের সমালোচনা সীতারাম ইয়েচুরির

নিজস্ব সংবাদদাতা : গ্লোবাল হাঙ্গার ইনডেক্স -এর রিপোর্ট অনুযায়ী, ১২১টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৭ নম্বরে। এমনকি ক্ষুধা সূচকের তালিকায় বাংলাদেশ,লেপাল, পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত। এ নিয়ে কেন্দ্রের নিন্দা করেছেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি।বর্তমান সরকার আন্তর্জাতিক পরিসংখ্যান মানতে প্রস্তুত নয় বলে অভিযোগ করেছেন তিনি। 






সীতারাম ইয়েচুরি বলেন,"বর্তমান সরকার কোনো আন্তর্জাতিক পরিসংখ্যান মানতে প্রস্তুত নয়। দেশের প্রতিটি স্তরে অবনতি ঘটছে। অর্থনৈতিক মাপকাঠি দেখুন, বেকারত্ব বা এমনকি সহিংসতার রাজনীতির মতো যে ধরনের অপপ্রচার চলছে সেখানে একটা ভয়ের পরিবেশ আছে। প্রতিটি ক্ষেত্রেই পতন হয়েছে।''