নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: নাগাল্যান্ড রাজ্য লটারি এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গে পরিচালিত লটারির জন্য সঠিক কমিশন না পাওয়ার প্রতিবাদে অন্ডাল এলাকার সমস্ত লটারি বিক্রেতারা রবিবার বিক্ষোভ প্রদর্শন করে। দিলীপ মাঝি নামে অন্ডাল এলাকার এক লটারি বিক্রেতা বলেন, "আমরা যে ক'জন লটারি বিক্রেতা আছি গত কিছুদিন ধরে লটারি বিক্রির কাজ বন্ধ রেখেছি। আমরা এই লটারির টিকিট বিক্রির কাজটি করে আসছি বহু বছর ধরে। কিন্তু আজ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিগত বহু বছরে এ অবস্থা ছিল না। আগে আমরা ১০ শতাংশ লটারি কমিশন পেতাম। পরে পাঁচ শতাংশ কমিশন দেওয়া হচ্ছিল। এখন কমিশন পাঁচ শতাংশের অর্ধেকে নেমে এসেছে। এখন আমরা অনাহারের পর্যায়ে চলে এসেছি। আমরা সমস্ত লটারি বিক্রেতাদের কাছে অনুরোধ করছি যে আমরা আগের কমিশন না পাওয়া পর্যন্ত লটারির টিকিট বিক্রি করবেন না। যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমরা লটারি টিকিট দোকানের সামনে ধর্নায় বসবো এবং বৃহত্তর আন্দোলনে যাবো।"
কমিশনের দাবিতে লটারি বিক্রেতাদের বিক্ষোভ
New Update