চীনকে কড়া জবাব তাইওয়ানের

author-image
Harmeet
New Update
চীনকে কড়া জবাব তাইওয়ানের


নিজস্ব সংবাদদাতা: চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম উদ্বোধনে বক্তৃতা দিতে গিয়ে, তাইওয়ানকে সতর্ক করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

Taiwan Needs Weapons Before China Invades

 জিনপিংয়ের তরফে জানানো হয়, তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করতে চীন শক্তির ব্যবহার ত্যাগ করবে না। তবে এবার চীনকে কড়া জবাব দিল তাইওয়ান। তাইওয়ানের তরফে জানানো হয়েছে, চীন সামরিক অভিযান চালিয়ে গেলেও তাইওয়ান সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে না।