নিজস্ব সংবাদদাতাঃ চেষ্টা করেও জিততে পারল না নট্টিংহ্যাম ফরেস্ট। আরও এক ম্যাচে পরাজয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রম তালিকার সবার শেষেই রইল দল। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচে হা, একটা ড্র। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে তারা পরাজয় বরণ করেছে উলভসের বিরুদ্ধে। একটি মাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সলা। উলভসের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রুবেন নাভাস।