টোল ট্যাক্স কাটায় অনিয়মের অভিযোগ চোপড়ায়

author-image
New Update
টোল ট্যাক্স কাটায় অনিয়মের অভিযোগ চোপড়ায়

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর:  টোল ট্যাক্স কাটায় অনিয়মের অভিযোগ উঠলো উত্তর দিনাজপুরের চোপড়ায়। অভিযোগ গাড়ি না চললেও কেটে নেওয়া হচ্ছে টোল ট্যাক্স। এতেই ক্ষোভে ফুঁসছে চালক ও মালিকপক্ষ। চোপড়া থানার সোনাপুর এলাকার বাসিন্দা গাড়ির মালিকদের একাংশ জানান, তাঁর ছয় চাকার একটি গাড়ি গত পাঁচ দিন ধরে বসে রয়েছে। অথচ সেই গাড়ির নম্বর ধরে রীতিমতো শিলিগুড়ির ঘোষপুকুর টোল প্লাজায় তাঁর অ্যাকাউন্ট থেকে ২৭৫ টাকা ট্যাক্স কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ পেতেই এই কাণ্ডে রীতিমতো অবাক হয়ে পড়েন তিনি। এনিয়ে উদ্বিগ্ন এলাকার অন্য চালকরাও।

গাড়ির মালিক তেহেসিন জানান, গাড়িতে ফাস্ট ট্যাগ স্টিকার থাকার কারণে টোল প্লাজা পেরোলেই টাকা কাটার নিয়ম। অথচ এক্ষেত্রে দেখা যাচ্ছে, এদিন গাড়ি চলেনি কিন্তু টাকা কেটে নেওয়া হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট টোল প্লাজায় অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। যদিও এবিষয়ে সংশ্লিষ্ট টোল প্লাজার কর্মীদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।