সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ বিধাননগরের আনারসের চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে আলিপুরদুয়ারের ফল ব্যাবসায়ীদের। অন্যান্যবার মেঘালয়ের আনারস বাজারে বেশি আসলেও, অন্তঃরাজ্য পরিবহণের খরচ বাড়ার জন্য এইবছর মেঘালয় থেকে আনারস কম আসছে। গোটা জেলাজুড়েই বিধাননগরের আনারস বেশি বিক্রি হচ্ছে।
একসময় মেঘালয়ের আনারস বিখ্যাত ছিল। তবে এখন বিধাননগরের আনারসই আলিপুরদুয়ার, কোচবিহারের বাজার দখল করে রেখেছে। আলিপুরদুয়ার বড় বাজারের পাইকারি ফল বিক্রেতাদের একাংশ বলেন, মরশুমের শুরুর থেকেই বিধাননগরের আনারস বাজারে আসছে। অন্য রাজ্য থেকে কোনও পণ্য এলে পরিবহণ খরচ বেশি। কাছাকাছি কোনও জায়গা থেকে পণ্য আসলে খরচ অনেক কমে যায়। সেইজন্যই মেঘালয়ের থেকে বিধাননগরের আনারসের চাহিদা বেশি। কারণ খরচ কম হলে, কম দামেই ক্রেতা সেটা পাবেন। অন্যদিকে পাইকারি ব্যাবসায়ীরা জানিয়েছেন,"করোনার বিধিনিষেধ মেনে পণ্য আনতে হয়। মেঘালয় থেকে ফল আসতে দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যায়। কাছাকাছি জায়গা থেকে এলে সেই ভয় নেই। খুচরো ফল বিক্রেতাদের দাবি, মেঘালয় হোক কিংবা বিধাননগর দুই জায়গার ফলই সুস্বাদু। ক্রেতাদের কোনও অভিযোগ নেই। বর্তমানে বাজারে চাহিদা রয়েছে আনারসের। পাশাপাশি জেলাজুড়েই বিধাননগরের আনারস ভালোই বিক্রি হচ্ছে।