হরি ঘোষ, দুর্গাপুর: স্কুল কর্তৃপক্ষ CBSE বোর্ডকে নম্বরের ভুল তথ্য দিয়েছে আর এর ফলে তাদের নম্বর আশানুরূপ হয়নি, এই অভিযোগে শনিবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর বেসরকারি এক ইংরাজী মাধ্যম স্কুলের ভেতর ঢুকে কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করল অভিভাবক ও পড়ুয়ারা। অভিযোগ, সব স্কুল যখন ঠিকঠাক নম্বর বোর্ডে পাঠিয়েছে, ঠিক তখন জুম ইন্টারন্যাশনাল নামে বেসরকারি এই ইংরাজী মাধ্যম স্কুল গড় নম্বর ধরে বোর্ডে পাঠিয়ে দিয়েছে। এতে করে তারা সমস্যায় পড়ে গেছে বলে অভিভাবকদের অভিযোগ। অবিলম্বে প্রশাসনিক মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষ নম্বর ফের ঠিকঠাক করে বোর্ডে পাঠাক এটাই তাদের দাবি।পড়ুয়া ও অভিভাবকদের এই দাবি স্কুল কর্তৃপক্ষ মানতে রাজি না হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। রীতিমতো উত্তেজিত পড়ুয়া ও অভিভাবকরা একজোট হয়ে স্কুলের অধ্যক্ষ ও বাকি শিক্ষকদের একটি ঘরে ঘেরাও করে রেখে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। যতক্ষণ না দাবি মানা হচ্ছে ততক্ষন এই ঘেরাও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখেন আন্দোলনকারীরা। পড়ুয়া ও অভিভাবকদের তুমুল বিক্ষোভের খবর পেয়ে স্কুলে ছুটে আসে পুলিশ, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও শুরু হয়ে যায় পড়ুয়া ও অভিভাবকদের তুমুল বিক্ষোভ। জানিয়ে দেওয়া হয় দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত নগরীর ঐ বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুল চত্বরে।